নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের মধ্যখাড় পাকা ব্রীজের উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি মেনেই প্রায় দু’কোটি টাকা ব্যয়ে এই পাকা ব্রীজ করা হয়েছে। খাড় অঞ্চলের পাঁচ- সাতটা গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে।
এ দিন উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক জ্যোর্তিন্ময় কর, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, জেলা সেচ দফতরের বাস্তুকার স্বপন পন্ডিত, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মান্না, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ইতিপতি মহাপাত্র, খাড় গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অশোক মাইতি, স্বপন মাইতি ও পটাশপুরের ওসি রাজকুমার দেবনাথ প্রমুখ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584