অন্য পুরুষের সাথে প্রেমের অপরাধে বর্বোরচিত শাস্তি বিবাহ বিচ্ছিন্ন মহিলাকে

0
98

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিবাহ বিচ্ছিন্ন মহিলার প্রেম অন্য পুরুষের সঙ্গে, যা ‘গর্হিত অপরাধ’ হিসেবে গণ্য মধ্যপ্রদেশের এক গ্রামে। সেই অপরাধের শাস্তি হিসেবেই শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপিয়ে ৩ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হল মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়।

Madhyapradesh horror | newsfront.co
ছবিঃ টুইটের স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে কাঁধে চড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন ওই নির্যাতিতা। তাঁর পিছন পিছন হাঁটছেন বেশ কয়েকজন যুবক। যাঁদের হাতে রয়েছে লাঠি, ব্যাট ইত্যাদি। ওই মহিলাকে নিয়ে ঠাট্টা-তামাশা করছেন তাঁরা, বাইক নিয়েও কয়েকজন ওই মহিলাকে অনুসরন করছেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়। এমন ‘মধ্যযুগীয় মানসিকতা’ র বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী এলাকায়। ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এখনও অবধি ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়।

আরও পড়ুনঃ যুবনেতার মৃত্যু! পুলিশকে হেনস্থার অভিযোগ

নির্যাতিতার অভিযোগ, স্বামীর সম্মতি নিয়েই বিচ্ছেদ হয়েছে তাঁদের। তারপরে তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু গত সপ্তাহে, হঠাৎ করেই তাঁর প্রাক্তন স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় এবং প্রকাশ্যে এভাবে হেনস্তা করে।

আরও পড়ুনঃ ১৯ বছর পর গ্রেফতার গোধরা কাণ্ডের মূল অভিযুক্ত

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলাতে এর আগে এক মহিলাকে দেখা গিয়েছিল স্বামীকে কাঁধে নিয়ে এভাবে ঘুরতে। ওই অবস্থাতেই লাঠি দিয়ে গ্রামবাসীরা মারধোর করছিলেন তাঁকে। সে ভিডিও ভাইরাল হওয়ার পর যথেষ্ট সমালোচনাও হয় কিন্তু আজও পরিবর্তন হয়নি মানসিকতার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here