করোনা আতঙ্ক, দিনহাটার চারটি নার্সিংহোম পরিদর্শন বিধায়ক উদয়ন গুহর

0
54

মনিরুল হক, কোচবিহারঃ

দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। আর সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই বাংলাতেও। তারপর রাজ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেই আক্রান্তদের কোথায় রাখা হবে তা নিজে জেলার বিভিন্ন হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়।

mp udyan guha visit to four nursing home | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু দিনহাটায় সরকারী হাসপাতালে একটি হোম কোয়ারেন্টাইন বানান হয়। তারপরে থেকে দিনহাটা জুড়ে একটা আতঙ্ক শুরু হয়।

আরও পড়ুনঃ হলদিবাড়িতে অবৈধ কাঠ উদ্ধারে স্থানীয়দের হাতে আক্রান্ত বনকর্মীরা, ভাঙল গাড়ি

এরেই মাঝে দিনহাটা শহরের চারটি নার্সিংহোম পরিদর্শন করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। বৃহস্পতিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রনজিৎ মন্ডলকে সঙ্গে নিয়ে দিনহাটা শহরের চারটি গুরুত্বপূর্ণ নার্সিংহোম পরিদর্শন করেন তিনি।

এদিন তিনি নার্সিংহোম গুলোতে গিয়ে সেখানকার পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেন। পাশাপাশি করোনা ভাইরাস রোধ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নিয়ে নার্সিংহোম গুলিকে সতর্ক করে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here