বক্সা পাহাড় পরিদর্শনে সাংসদ, উন্নয়নের প্রতিশ্রুতি

0
429

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটারের বেশি দূরে বক্সা পাহাড়। এই পাহাড়ে ১৩ গ্রামে বাস করেন প্রায় পাঁচ হাজার মানুষ। এই পাহাড় চুড়াতেই অবস্থিত বক্সা দুর্গ। এই দুর্গে বিভিন্ন সময় বিভিন্ন বন্দীদের আটক করে রেখেছিলেন ইংরেজরা।

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র

এই দুর্গে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামিকেও বন্দী করে রেখেছিলেন ইংরেজরা। একসময় এই দুর্গ থেকে ইংরেজরা ভুটান রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই সময় বক্সা ছিল একটি সদর এলাকা। পরবর্তিতে বক্সা থেকে আলিপুরদুয়ারে সদর অফিস স্থানান্তরিত হয়। কিন্তু এখনও বক্সা পাহাড়ের ১৩ গ্রামের মানুষেরা দুর্গম এলাকায় বাস করেন।

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু রয়েছে রাস্তার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা এবং পানীয় জলের সমস্যা তবুও নজর নেই প্রশাসনের।

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র
MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র
John Barla | newsfront.co
জন বার্লা।নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বক্সা পাহাড়। এখানে ৫০০০ মানুষের উপর বসবাস করছে। স্কুলে ছাত্রদের ৮ কিলোমিটার উপর কঠিন দুর্গম রাস্তা পেরিয়ে আসতে হয় সমতলে। কোন ব্যক্তি অসুস্থ হলে বাঁশের উপর কাপড় বেধে নিয়ে আসতে হয় সমতলে। পানীয় জলের জন্য পাহাড়ের উপর যেতে হয়।এমনকি একথা স্বীকার করে নিয়েছেন সাংসদ জন বার্লা।

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দেবশ্রী কোথায় উঠছে প্রশ্ন, ফোন হোয়াটসঅ্যাপেও সংযোগ বিচ্ছিন্ন

MP visits Boxa hill | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, এখানে এসে দেখলাম রাস্তা খুবই দুর্গম কোন গাড়ি এখানে ঢোকে না তাই কোন ব্যক্তি অসুস্থ হলে বাঁশের উপর কাপড় বেঁধে নিয়ে রোগীকে নিয়ে আসতে হয়। স্কুলের ছাত্রদের ৮ কিলোমিটার হেঁটে সমতলে যেতে হয়। এখানে ১৫ টি গ্রামে ৫০০০ মানুষ বসবাস করছে। এইসরকার কিছুই করছে না। আমি বিষয়টি নিয়ে সাংসদে প্রস্তাব আনবো। সাংসদের এই প্রতিশ্রুতিতে খুশি এলাকার মানুষেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here