আট দপ্তরকে এক ছাদের তলায় আনার দাবি মিঃ গান্ধীর

0
67

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাল্টিপারপাস ভবন “আমরা” র উদ্বোধন করলেন আজ জেলাশাসক পি, মোহন গান্ধী। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্স এর পক্ষে উদয় রঞ্জন পাল, চন্দন বোস, শিল্প কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ আন্যান্য সরকারি আধিকারিকরা।

Mr. Gandhi demanded to bring eight offices under one roof | newsfront.co
নিজস্ব চিত্র

উদ্বোধনী সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক দাবি করেন যে বৃহৎ, মাঝারি বা ক্ষুদ্র যে কোনো শিল্প করতে গিয়ে মানুষদের বিভিন্ন দপ্তরে ছুটে বেড়াতে হয়। যার ফলে সময় লাগে অনেক এবং হয়রানিও হতে হয় শিল্প উদ্যোগীদের। তাই শিল্প করার ক্ষেত্রে যে সমস্ত দপ্তরের ভুমিকা রয়েছে, সেইসব ৮ টি দপ্তরকে এক ছাদের তলায় আনা হয়েছে। যাতে মানুষ এক জায়গাতে এসেই নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে সমস্ত বিষয়ে জানতে পারে ও সেই মতো কাজ করতে পারে। এই ৮ টি দপ্তরের মধ্যে যেমন রয়েছে ভুমি দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিদ্যুৎ, ক্ষুদ্র শিল্প দপ্তর, জল দপ্তর ইত্যাদি। মিঃ গান্ধী বলেন, “এখন প্রতি মাসের প্রথম ও তৃতীয় সোমবার এই সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে কি কাজ বাকি আছে বা কি কি কাজ করতে হবে তা নিয়ে পর্যালোচনা করা হবে?”

 

Mr. Gandhi demanded to bring eight offices under one roof | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ফের সাফল্য স্পেশাল টাস্কফোর্সের, চিতাবাঘের চামড়া সহ গ্রেফতার পাঁচ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here