মৃন্ময়ীর পুজোতে গ্রাম্য বধূ থেকে মায়ের রুদ্র রূপ

0
124

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

একই অঙ্গে দুইরূপে এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের শেঠকলোনীর বিগ বাজেটের পূজায় মা দর্শন দেবেন।কালিয়াগঞ্জ শহরের বিগ বাজেটের শেঠ কলোনী সম্মেলনীর মা মৃন্ময়ীর পূজা এবার ৬৮তম বছরে পা রাখলো বলে জানালেন শেঠকলোনী সার্বজনীন তথা সন্মেলনী পূজার অন্যতম সদস্য স্বপন সাহা।তিনি বলেন তাদের পূজায় তিনটি ক্ষেত্রেই অভিনবত্বের ছোয়া দর্শনার্থীদের এবার মুগ্ধ করবে তা নিশ্চিত করেই বলা যায়।

নিজস্ব চিত্র

স্বপন বাবু বলেন তাদের পূজা মন্ডপ তৈরী হচ্ছে ফাইবার ও কাঁচ দিয়ে।দুইমাস আগে থেকেই দক্ষিণ দিনাজপুরে ভাই ডেকোরেটর তাদের নিপুণ হাতের স্পর্শে মন্দিরটি ইতিমধ্যেই সম্পূর্ন করেছেন।তিনি বলেন মন্দিরটি লম্বায় ৮০ফুট এবং উচ্চতায় হবে ৬০ফুট।স্বপন বাবু বলেন মন্দিরের ভেতরে একচালায় মাকে দেখা যাবে কোন সময় গ্রাম্য গৃহবধূ রুপে আবার কোন সময় মা দেখা দেবে রনচন্ডীর রুদ্র রূপে।তাদের পূজায় থাকবে চন্দন নগরের অত্যাধুনিক ডিজিটাল আলোক সজ্জা।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল এক সাক্ষাৎকারে বলেন “যেহেতু এই পূজা আমার পাড়ার তাই একজন সাধারন সদস্য হিসেবে এই পূজার সাথে কমবেশি জড়িয়ে থাকতেই হয়।তবে পূজায় আমরা আনন্দ করবো অবশ্যই ,কিন্তু তার মধ্যেই আমরা কেরলের বন্যাদুর্গত ভাই বোনদের জন্য পুজা কমিটির পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ পলতা রেলস্টেশন সংলগ্ন নবপল্লী সবুজ সংঘের পুজো

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here