ভুল তো দিনের শেষে স্বীকার করতেই হবেঃ মাহি

0
80

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

রাজস্থান রয়্যালসের কাছে হারের পর চলতি আইপিএলে প্লে-অফের আশা কার্যত শেষ যদি সিএসকে প্লে অফ না খেলে তাহলে আইপিএল ইতিহাসে প্রথম বার শেষ চারে খেলতে পারবে না মাহির দল।

MS Dhoni | newsfront.co

ম্যাচ হেরে লিগ টেবিলে সবার নীচে পৌঁছে গিয়ে ধোনি বলছেন, ‘ক্রিকেটে সবসময় সবকিছু পরিকল্পনামাফিক হয় না। পিচে ফাস্ট বোলাররা সুবিধা পাচ্ছিল। আমি জাদেজাকে আক্রমণে এনেছিলাম এটা দেখার জন্য যে বল কতটা থমকে আসছে। দেখলাম যে প্রথম ইনিংসের মত থমকে আসছে না। তাই ফাস্ট বোলারদের উপরেই ভরসা রেখেছিলাম।

আরও পড়ুনঃ এ বি’র ক্যামেরাতে বন্দি বিরুষ্কা

আমার মনে হয়েছিল স্পিনাররা এই পিচে বিশেষ সুবিধা পাবে না। কিন্তু ক্রিকেটে সবকিছু তোমার মনের মতো হয় না। আমাদের স্বীকার করতে হবে যে আমাদের স্ট্র্যাটেজিতে গলদ ছিল। ভুল তো দিনের শেষে স্বীকার করতেই হবে। কারণ ম্যাচের ভাগ্য স্ট্র্যাটেজির উপরেই নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে।‘

আরও পড়ুনঃ সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত রোহিত শর্মা! বাড়ছে জল্পনা

দলের অনেক তরুণ ক্রিকেটারকে সুযোগ না দেওয়াতে সমালোচনা হচ্ছে সেই বিষয়ে মাহি বলেন, ‘তরুণদের মধ্যে আমি সেই খিদে সেই জেদ লক্ষ করিনি। তবে যে কটা ম্যাচ বাকি সেই গুলো জিততে চাই তরুণদের ঘুরিয়ে ফিরিয়ে নামাতে পারি।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here