নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে আইপিএল আয়োজন করায় ভারতীয় বোর্ড কর্তাদের প্রশংসা করলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এদিন নিজের দলের জয়ের পর ম্যাচ শেষে মাহি বলেন, “ভারতীয় বোর্ড আইপিএল করেছে এই পরিস্থিতিতে সে জন্য ওদের প্রশংসা প্রাপ্য। আর আয়োজকরা আইপিএল সুষ্ঠুভাবে আয়োজন করতে যেভাবে সমস্ত বন্দোবস্ত করেছে তা প্রশংসনীয়। ক্রিকেটার হিসেবে তো আমরা সমালোচনা করে দিলেই বেঁচে যাই।
কিন্তু যারা কাজটা করে তারা বোঝে। বিসিসিআই ও আয়োজকরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে, সেখানে আমাদের সামিল হওয়া উচিত। আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের অভিজ্ঞতা হল। ঠিক মতো অনুশীলনের সুবিধা না পেলে এমন বড় মাপের টুর্নামেন্ট আয়োজন করা কঠিন।”
আরও পড়ুনঃ চাওলা, রায়াডুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে মঞ্জরেকর
অনেকে মনে করছেন বোর্ড কর্তা ও আয়োজকদের প্রশংসা করার পাশাপাশি সুরেশ রায়না ও হরভজনকে আইপিএল থেকে সরে যাওয়ায় নাম না করে এক হাত নিলেন ক্যাপটেন কুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584