মানা হল দাবি,বাসের জন্য আলাদা লেন

0
84

সুদীপ পাল,বর্ধমানঃ 

গত শুক্রবারে লেন ভেঙে কৃষ্ণনগর-বেনাচিতি বাসের কর্মীরা বিশেষ লেনে যেতে চাইলে বাধা দিয়েছিল বাঁশকোপার টোলপ্লাজার কর্মীরা। সেই বচসা হাতাহাতিতে গড়ায়।শনিবার টোলপ্লাজার কর্মীরা রড  হামলা চালায় বাসের খালাসি এবং কন্ডাক্টরের উপর এমন অভিযোগ ওঠে।আহত বাসকর্মীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।রবিবার সকাল থেকেই বাস মালিকরা, কর্মীরা ঘটনার প্রতিবাদে সমস্ত বাস  চলাচল বন্ধ করে দেয়। গোপন সূত্রে জানা যায়, টোলপ্লাজা কর্তৃপক্ষ নাকি বাসের জন্য আলাদা লেন করার কথা ভাবছেন।গতকাল বাস বন্ধ থাকায় অনেকেই অসুবিধায় পড়েছিলেন।বেশি ভাড়া দিয়ে সরকারী বাস বা প্রাইভেট গাড়িতে যাতায়াত করেছেন।

নিজস্ব চিত্র

সাধারণ বাসে যেখানে কুড়ি টাকায় দুর্গাপুর থেকে বুদবুদ আসা যায় সেখানে একশো থেকে দেড়শো টাকা অব্দি দর বাড়িয়েছে প্রাইভেট গাড়ি।আজ বাস চালানোয় পরিস্থিতি স্বাভাবিক।তবে টোলপ্লাজার এই সমস্যার থেকে মুক্তি ঘটবে বলে বিশ্বাস বাস মালিকদের।তাঁদের কথায়,আমাদের নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হয় কিন্তু টোলে এত জ্যাম হয় যে অনেকটা সময় বেরিয়ে যায়। প্রতিটি জায়গায় তখন ফাইন দিতে হয়।এই বিষয়টি টোল কর্তৃপক্ষের ভাবা উচিৎ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here