আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পুলিশের ট্যাবলো

0
30

রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ

আজ আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস। এই উপলক্ষে মুর্শিদাবাদ পুলিশ জেলা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যেখানে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।  সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অন্যান্য জেলা আধিকারিক দের নিয়ে এই পদযাত্রা সূচনা করেন।  এরপরে বহরমপুর থানা কনফারেন্স হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর একটি ট্যাবলো যাত্রার সূচনা করেন এসপি শ্রী কে. শবরী রাজকুমার। যে ট্যাবলোটি আগামী দুদিন বিভিন্ন প্রান্তে এই ড্রাগ সম্পর্কিত খারাপ দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করবে এবং মুর্শিদাবাদ পুলিশের ‘ আলোর পথে’ অ্যাপ ও winners গ্রুপ সম্পর্কে সচেতন করবে।

নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শ্রী কে. শবরী রাজকুমার বলেন, ” জেলার ছোট ছোট কিশোর কিশোরীদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়া দরকার যে ড্রাগ হচ্ছে সর্বনাশা। এই ড্রাগের সাথে যুক্ত হয়ে গেলে বিভিন্ন অবৈধ কাজে মানুষ সামিল হয়ে যায়। সুস্থ স্বাভাবিক জীবন রাখতে হলে ড্রাগের নেশা মুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে।” আশ্রয় সংস্থার পক্ষ থেকে আজকে একটি নাটিকা প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  ইয়াবা ট্যাবলেট সহ রাণীনগরে ধৃত এক

ট্যাবলো যাত্রার সূচনা কালে সিনি মুর্শিদাবাদ-এর  পক্ষ থেকে এসিস্টেন্ট ডিরেক্টর শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, ” বহু কিশোর কিশোরী আজকের দিনে  বিভিন্ন নেশার কবলে পড়ছে এবং নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কিশোর কিশোরী তথা বাবা মাদের সচেতনতা বাড়ানোর জন্য মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আমরা একসাথে সবাই মানুষকে আলোর পথ দেখাতে পথে নেমেছি।” আগামী দুদিন এই ট্যাবলো যাত্রা চলবে জেলার বিভিন্ন প্রান্তে এবং বর্ডার সংলগ্ন এলাকায় প্রচার করবে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here