সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গত ২৭ মে থেকে ২৯ মে পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগওয়াড়া শহরে অনুষ্ঠিত হলো ২২ তম আই. এস. কে. এফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ( ওকাজাকি কাপ -২০২২)| আয়োজক ছিলো International Karate Federation of India। ভারতের বিভন্ন রাজ্য থেকে প্রায় ৪০০ জন স্টেট চ্যাম্পিয়ন ক্যারাটে খেলোয়াড় জাতীয় স্তরের এই ক্যারাটে প্রতিযোগিতায় অংগ্রহণ করতে হাজির হয় ফাগওয়াড়া শহরের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটিতে | পশ্চিম বঙ্গের অন্যান্য ক্যারাটে চ্যাম্পিয়নদের সঙ্গে ডোমকল থেকেও ৫ জন স্টেট চ্যাম্পিয়ন এই ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে |
এদের মধ্যে সাইনা ইসলাম কাতা ইভেন্টে স্বর্ণ পদক ও কুমিতে ইভেন্টে রৌপ্য পদক, সানজিনা ইসলাম কাতা ইভেন্টে রৌপ্য পদক ও কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক, কৃষ্ণেন্দু হালদার কাতা ইভেন্টে স্বর্ণ পদক, আমির হামজা কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক ও সাহিল খান কুমিতে ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়লাভ করে | এদের মধ্যে সাহিল, কৃষ্ণেন্দু ও আমির হামজার বাড়ি ডোমকলে এবং সাইনা ও সানজিনার বাড়ি রেজিনগর থানার নাজিরপুর গ্রামে |এই চ্যাম্পিয়নশিপে সর্বাধিক স্বর্ণ পদক জিতে চ্যাম্পিয়ন্সট্রফি অধিকার করে পশ্চিমবঙ্গ রাজ্য, দ্বিতীয় স্থান অধিকার করে আসাম এবং তৃতীয় স্থান অধিকার করে পাঞ্জাব।
আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো সিপিআই(এম)
সাইনা ও সানজিনার বাবা পেশায় শিক্ষক বাসিরুল ইসলাম বলেন ” মেয়েদের এই জয়ে আমি খুব খুশি, জয় অনেকটা প্রত্যাশিতই ছিলো কেননা এর আগেও এরা বহুবার রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সফলতা লাভ করেছে, আশাকরি ভবিষ্যতে ওরা আরও অনেকদূর এগিয়ে যাবে |” এদের ক্যারাটে কোচ ডোমকলের আলমগীর খান বলেন ” আমি আমার সেরা ট্রেনিংটা ওদের আমি দেওয়ার চেষ্টা করি, খুব ভালো লাগছে, আগামীতে এরা আরও ভালো ফল করবে |” এই সাফল্যে খুশির হাওয়া ডোমকল নাজিরপুর ও মুর্শিদাবাদ জুড়েই শুধু নয়, বরং গোটা রাজ্য জুড়ে |
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584