নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সব সময় সোশ্যাল নেটওয়ার্কে আক্টিভ, কিন্তু দেশের স্বাধীনতা দিবসের রাতে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর সেভাবে কোনো শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ধোনির অবসরের পর তার বাড়ির ঠিকানায় মাহির উদ্দেশ্যে চিঠি দিলেন মোদী। তার সারমর্ম এমন, ১৫ আগস্ট ভিডিও বার্তাতে তুমি তোমার নিজের স্টাইলে ক্রিকেট থেকে সরে গেলে। মন খারাপ একশো তিরিশ কোটির।
তুমি যা ভারতের হয়ে করেছো সেটা কেউ ভুলবে না। জীবনে সব কিছু পেয়েছো। ফিনিশার ও উইকেট কিপার হিসেবে তুমি সেরা। ২০১১ বিশ্বকাপ ফাইনাল চাপের মুহূর্তে যেভাবে ফিনিশ করলে সেটা ইতিহাসে লেখা থাকবে। তবে একজন ক্রিকেটার হিসেবে নয় তুমি একটা মানুষ হিসেবে একজন রোল মডেল, তোমার মুল্যবোধের জন্য।

ছোটো শহর থেকে উঠে এসে একটা নতুন ভারতের দৃষ্টান্ত তৈরী করেছো। অনেক তরুণ প্লেয়ারের আইডল তুমি। তোমার টিপস জুনিয়ররা মিস করবে। যেভাবে তুমি টি-২০ বিশ্বকাপ জেতালে যুবদল নিয়ে গিয়ে সেটা শিক্ষণীয়। এবার সাক্ষী ও জিভা তোমায় আরও বেশি করে কাছে পাবে।
ওরা যে আত্মত্যাগ করেছে তার তুলনা হয় না। আমি মনে করতে পাচ্ছি তুমি তোমার মেয়েকে নিয়ে খেলছো সেই ছবিটার কথা। এক কথায় তুমি একজন শিল্পী, সৈনক ও ক্রীড়াবিদ। আরও জীবনের লড়াই জেত, আমার শুভেচ্ছা।’
আরও পড়ুনঃ ধোনির ফেয়ারওয়েল ম্যাচ করতে চায় বোর্ড
যে ধোনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন তিনিও মোদীর প্রশংসাতে খুশি। তিনি লেখেন, ‘শিল্পী, সৈনিক ও ক্রীড়াবিদ বলেছেন, কঠিন লড়াইয়ের কথাও মনে করালেন ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী, প্রশংসা ও শুভেচ্ছার জন্য।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584