ভীড়ে ঠাসা জনসভায় প্রদেশ কংগ্রেস সুপ্রিমো বোঝাতে চাইলেন মুর্শিদাবাদ তাঁরই

0
107

নিজস্ব সংবাদদাতা, নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ তাঁর আশঙ্কা ছিল তাঁর সমর্থকদের জনসভায় আসতে দেওয়া হবে না। মুখে বললেও ভেতরে ভেতরে সন্দীহান ছিলেন জেলায় তাঁর জনপ্রিয়তা নিয়ে। সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে কংগ্রেসের ডাকা, বলা ভাল অধীরের ডাকা জনসভায় জেলার দূর দুরান্ত থেকে মানুষ এসে বুঝিয়ে দিলেন আমরা তোমার পাশে আছি। এমনটাই মনে করছেন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব।

দুদিন আগেই জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরি জেলা প্রশাসনের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছিলেন। এদিনের জনসভায় সেই একই অভিযোগ তুলে তিনি বলেন প্রশাসন ইচ্ছা করে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে। সোমবারের জনসভায় মালদার সাংসদ আবু হোসেন খান চৌধুরিকে পাশে বসিয়ে প্রত্যাশিত ভাবেই সরকার তথা তৃণমুল কংগ্রেসকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেন বহরমপুরের সাংসদ। অপ্রত্যাশিত এই ভিড় কাজে লাগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে একসাথে লড়বার কথা বলে গেলেন প্রদেশ কংগ্রেস সুপ্রিমো। প্রসঙ্গত কংগ্রেস নেতানেত্রিরা দলবদলে শাসক দলে নাম লেখানোয় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে কংগ্রেসের। হারানো গৌরব ফিরে পেতে পঞ্চায়েত নির্বাচনের আগে কৌশলে বুঝে নিতে চাইলেন কংগ্রেসের প্রতি মানুষের আস্থা । ঘর গোছানো এই সভায় উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম, জঙ্গীপুরের সাংসদ অভিজিত মুখোপাধ্যায় সহ মালদা ও মুর্শিদাবাদ কংগ্রেসের জেলা নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here