নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় এক মাসের অধিক দিল্লীর রাজপথে ধর্নায় বসেছেন কৃষকেরা। হাড়কাঁপানো এই ঠান্ডায় তাদের এই আন্দোলন চলছে এখনও। এখনও পর্যন্ত এই অবস্থায় ৭৮ জন কৃষকের মৃত্যুও পর্যন্ত ঘটেছে।
তাই সেই সমস্ত কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে সোমবার সন্ধ্যায় এসইউসিআই কমিউনিস্ট দলের মহিলা শাখা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খালিনাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এদিনের এই মশাল মিছিলে প্রায় ৫০ জনের অধিক মহিলা, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। এই মশাল মিছিলে নেতৃত্ব দেন মঞ্জু মণ্ডল, দীপালি মাইতি সহ অনেকে।মিছিলের নেতৃত্বদানকারীরা জানান, ‘কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ দেড় মাসের অধিক সময় ধরে লক্ষ লক্ষ কৃষক ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছে ।
আরও পড়ুনঃ লোকাল ট্রেনের দাবিতে বেলদা স্টেশনে বিক্ষোভ
আমাদের সকলের দাবি, সামনে যে ভয়াবহ দিন আসতে চলেছে, তার কথা মাথায় রেখে অবিলম্বে এই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি আমরা , এই আইন মানছি না আমরা ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584