পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
জন্মাষ্টমী উপলক্ষে ডাকুয়া গছ সহ চোপড়ার বেশ কয়েকটি গ্রামে জমে উঠেছে কাদা খেলার উৎসব।
চোপড়ার ডাকুয়াগছ সহ বেশ কিছু জায়গায় জমে উঠেছে জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলার উৎসব। এদিন চোপড়ার ডাকুয়া গছ গ্রামে সকাল থেকেই জমে উঠেছে এই কাদা খেলার উৎসব।
আর এই কাদা খেলায় গ্রামের বাচ্চারা সহ যুবকরাও মেতে উঠেছে এই কাদা খেলায়। ডাকুয়া গছ গ্রামের এই কাদা খেলার আয়োজন করেন গ্রামবাসীরাই।
সুন্দর সিংহ, সুকুমার সিংহ এবং অমর সিংহরা জানান, আমরা প্রত্যেক বছর জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর পরের দিন এই কাদা খেলার আয়োজন করে থাকি। এবারে আমাদের এই কাদা খেলার ৫৬তম বর্ষ। এদিন ডাকুয়া গছ ছাড়াও চোপড়ার খুজালু গছ, শ্যাম গছ, চুয়াগাড়ি সহ বেশ, কয়েকটি জায়গায় এই কাদা খেলা হয়েছে। এই কাদা খেলার মধ্যে শুধু কাদা খেলাই নয় তার সাথে কয়েকটি কাঁচা বাঁশের মাথায় নারকেল বেঁধে মাটিতে পুঁতে দেওয়া হয়। এবং সেই বাঁশ গুলোকে মবিল এবং সরিষার তেল দিয়ে বাঁশ গুলোকে পিছল করে দেওয়া হয়। যাতে ওই বাঁশ গুলোতে সহজে উঠে নারকেল না পাড়াতে পারে।
আরও পড়ুনঃ মেঘদুত পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠান
ওই বাঁশ গুলোতে উঠে বাঁশের উপরে থাকা নারিকেল নামানোর জন্য বাঁশে গামছা বেঁধে সেই বাঁশে উঠে যুবকরা। কেও কেও বাঁশে উঠতে গিয়ে বাঁশ পিছল হওয়ায় জন্য বাঁশে উঠে নারকেল নামাতে পারে না। তবুও অনেকে সেই পিছল বাঁশে উঠে বাঁশ থেকে নারকেল নামিয়ে সকলের প্রশংসা পান।
এই কাদা খেলা দেখতে এলাকার অনেক মানুষ ভিড় জমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584