কোভিড পরিস্থিতির দুই বছর পরে মহরম পালিত হবে ইমামবাড়া সহ লালবাগে

0
67

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আগামী ১০ই আগষ্ট মহরম । অতিমারির  দীর্ঘ দুই বছর পরে এই বছর মহরম পালিত হবে ইমামবাড়া সহ লালবাগে। বর্তমানে নয় দিন ধরে চলছে সেই শোকের দিন যাপন। দশম দিনে হবে মহরম । বর্তমানের ছোটে নবাব রেজা আলি মির্জা সহ অনেকেই এই নয় দিন ধরে শোক জ্ঞাপনে অংশ গ্রহণ করেছেন। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সম্প্রীতির এক মেল বন্ধন এই মহরম উৎসব।

ছোটে নবাব রেজা আলি মীর্জা , নিজস্ব চিত্র

মূলত লাঠিখেলা, মর্সিয়া গান গেয়ে, বুক চাপড়ে, তাজিয়া ও যুদ্ধাস্ত্র সহযোগে ‘কারবালা’র ময়দানে যাওয়া, ক্ষীর-খিচুড়ি বিতরণ করার মতো বিভিন্ন আচার-অনুষ্ঠানে মহরম মাসের নয় দিন পরে দশম দিবস, অর্থাৎ আশুরা পালন করা হয়। আরবি ভাষায় আশুরা মানে দশম।

নিজস্ব চিত্র

এই মহরম উৎসবকে সামনে রেখে প্রতি বছর  মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়ার সামনে অর্থাৎ হাজারদুয়ারির সামনের ফাঁকা মাঠে প্রতি বছর মহরমের মেলা বসে। এই মেলা মূলত মহরম মাসের ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলে। করোনার কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি এবং ইমামবাড়ার ভেতরেও কিন্তু বহু বিধি-নিষেধের মধ্য দিয়ে মহরম উৎসব পালন করা হয়েছিল। এই বছর অতিমারি আতঙ্ক কাটিয়ে লালবাগে ফের পালিত হতে চলেছে মহরম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here