নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মুজনাই নদীকে এবার পর্যটন মানচিত্রে জায়গা করে দেওয়ার উদ্যোগ নিল পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। তার জন্য তৈরি করা হয়েছে অভিনব ভাবনা। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই পর্যটকদের মনোরঞ্জন করতে মুজনাই নদীর আজিজারের ঘাটে শুরু হবে নৌকা ভ্রমণ।
শুধু নৌকো ভ্রমণই নয় তার সাথে উপড়ি পাওনা হিসেবে মিলবে স্থানীয় লোক শিল্পীদের মাটির গান, ভাওয়াইয়া গান। সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁয়ে আজিজারের ঘাটে ডুয়ার্স ট্যুরিজম ও কালচারাল কার্নিভাল উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়।
এদিন ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, “ডুয়ার্সের পর্যটন শিল্প বন আর বন্য ভূমির উপর নির্ভরশীল, কিন্তু ডুয়ার্সে যে নানা জনজাতি, নানা ভাষা,নানান সংস্কৃতি আছে,নানান খাদ্যাভাস আছে সেগুলোকে পর্যটন শিল্পে তুলে ধরার জন্য এই উদ্যোগ।”
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল জাতীয় ভোটার দিবস
উল্লেখ্য, গত ১২ই জানুয়ারি থেকে শুরু হয়েছে ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল। ওই কার্নিভালটি রাজাভাতখাওয়া, গাঙ্গুটিয়া, রায়মাটাং, কালচিনি, জয়ন্তী, সান্তালাবাড়ি, বক্সা ফোর্ট, রাঙামাটি সহ ডুয়ার্সের আনাচে কানাচে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে স্থানীয় ভাষা, সংস্কৃতি, সংগীত, খাদ্য,পানীয়।
আরও পড়ুনঃ পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের প্রতিবাদে পথ অবরোধ মেদিনীপুর শহরে
কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠান হয় ফালাকাটার দেওগাঁওয়ে। ডুয়ার্সের ১৩ টির বেশি পর্যটক সংগঠন ও সামাজিক সংগঠন মিলে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে বলে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584