নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
একটি খুন। আর সেই খুনেরই রহস্যভেদ করতে শুরু হয় অভিযান। ছবির নাম ‘মুখোশ’। পরিচালক তুহিন সিনহা নিয়ে আসছেন তার পরবর্তী ওয়েব সিরিজ ‘মুখোশ’। ‘স্বভূমী এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে তৈরি হচ্ছে ‘মুখোশ’। প্রযোজনায় বিশিষ্ট শিশু চিকিৎসক ডা: প্রবীর কুমার ভৌমিক।
ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্লিক্সবাগ’-এ খুব শীঘ্রই মুক্তি পাবে ওয়েব সিরিজটি। ‘মুখোশ’ একটি ক্রাইম থ্রিলার। যার ছটি এপিসোডের পরতে পরতে রয়েছে রহস্যের গন্ধ।
একজন সিবিআই-এর ভূমিকায় দেখা যাবে ক্যাকটাস ব্যান্ডের সিধুকে। এ ছাড়াও রয়েছেন অবন্তিকা। ‘রসগোল্লা’র পর এটি অবন্তিকার কামব্যাক। দিব্যেন্দু শেখর দাস, লামা, তমাল রায় চৌধুরী, তপন রায়, সঞ্জীব সরকার, মৌপ্রিয়া দাস, পায়েল বর্মণ, শতাব্দী দাস, সৃজা মাইতি, অ্যানি রায়, অরিজিৎ মণ্ডল, সম্রাট গোস্বামী, অনিকেত চ্যাটার্জি, সৃজা ব্যানার্জি, স্বাতী অধিকারী সহ আরও অনেকে। চিত্রগ্রহণে পার্থ রক্ষিত।
আরও পড়ুনঃ দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মরণোত্তর পুরস্কার সুশান্তকে
আরও পড়ুনঃ কনীনিকার চুল কেটে দিলেন সিধু
গল্প পরিচালক তুহিন সিনহার নিজের।প্রযোজনা নিয়ন্ত্রণে তপন রায়। প্রত্যেকটা মুখোশের আড়ালে একটা করে মুখ লুকিয়ে রয়েছে। আর সেই মুখটা কারো ক্ষেত্রে ভালো, কারো ক্ষেত্রে খারাপ। এমনি একটা মুখোশের আড়ালের গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক তুহিন সিনহা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584