লকডাউনে ঘরবন্দী রাজ্যবাসীকে প্রতিযোগিতায় উৎসাহিত করতে এগিয়ে এল “মুক্তধারা”

0
36

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা পরিস্থিতিতে দেশ তথা সমগ্র রাজ্য জুড়ে চলছে লকডাউন। শুধু তাই নয় লকডাউনের মধ্যে দেশ তথা সমস্থ রাজ্যবাসীকে মানতে হচ্ছে কঠোর নিয়ম। সে কারণে ইতিমধ্যেই সরকার মাস্ক ও সামাজিক দূরত্ব মানার নির্দেশ জারি করেছে রাজ্যে। আর এই সোশ্যাল ডিসটেন্সের একঘেঁয়েমি জীবনে কিছুটা মুক্ত বাতাস প্রবাহিত করতে অভিনব উদ্যোগে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরের “মুক্তধারা”।

Muktadhara | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত মানব সেবার লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে নিজেদের অন্য ভাবে মেলে ধরেছে তাঁরা।
বৃহস্পতিবার “মুক্তধারা” আয়োজন করেছিল “কোভিড-বনাম-কৃষ্টি ” নামক অনলাইন এক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এটি নিছকই একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল না ৷ “গোটা পৃথিবী আজ গভীর থেকে গভীরতম অসুখ”-এর কবলে জর্জরিত। তাই ঘরবন্দী মানুষকে সৃজনশীল কাজে সংযুক্তর মাধ্যমে মানসিক সক্ষমতা বজায় রাখাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য।

Relief distribution | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয় এই প্রতিযোগিতার প্রবেশ মূল্য বাবদ সংগ্রহীত অর্থের সহযোগিতা ও নিজেদের অনুদানের মাধ্যমে এলাকার গরীব ও দুঃস্থ মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। তাঁদের এই দুই উদ্দেশ্যকে সামনে রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করেন সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব সুযোগ সবাইকে করে দিল মুক্তধারা ।

আরও পড়ুনঃ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য স্কুলের

এছাড়াও এদিন মানুষদের পাশে দাঁড়িয়ে প্রায় ৭০টি পরিবার ও ১০জন ভবঘুরেকে শুকনো খাবার দেয় সদস্যরা।তবে সামগ্রী হিসাবে চাল,ডাল,আলু,সোয়াবিন, সাবান, মুড়ি ও নিজেদের তৈরি মাস্কও তাঁরা তুলে দেন দুঃস্থদের হাতে।

পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, মাস্কের ব্যবহারের কথা প্রচার করে, মানুষকে সচেতনতার বার্তা দেন মুক্তধারার সদস্যরা। এমনকি মুক্তধারার পক্ষ থেকে অনলাইনে সঙ্গীত, নৃত্য, অঙ্কন, আবৃত্তি, ছোটদের কবিতা, ও প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন হয়।

এমনকি দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, কলকাতা, পুরুলিয়া, বর্ধমান বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও প্রতিযোগীদের অনলাইনে শংসাপত্র প্রদান করে এই সংগঠনের সদস্যরা। যদিও মুক্তধারার পক্ষ থেকে জানানো হয়, তাঁরা আগামী দিনেও অবক্ষয়িত পরিবেশ সমাজ ও সংস্কৃতিকে নিয়ে কাজ চালিয়ে যাবেন এবং অসহায়দের পাশে এভাবেই দাঁড়ানোর চেষ্টা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here