সায়নিকা সরকার, মালদহঃ
মন্দির, মসজিদ, গির্জার প্রণামী বাক্সের সঞ্চয় গরিব দের বিলি করার বার্তা দিতে স্থানীয় কর্মহীন পরিবারগুলিকে একমাসের খাদ্যসামগ্রী বিতরণ করল মুক্তকেশী পূজা কমিটি। মন্দিরের গর্ভ ভান্ডারের সমস্ত সঞ্চয় দিয়ে ২০টি নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করল বাঙ্গীটোলার এই পুজো কমিটি।
সেই সঙ্গে দেশের অন্যান্য মন্দির, মসজিদ, গির্জা কমিটির কাছে সঞ্চিত অর্থ দিয়ে অসহায়দের সাহায্যের বার্তা দেওয়া হল। পুজো কমিটির তরফে চাল, ডাল, আটা, আলু ইত্যাদি এক মাসের জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ অন্য পরিকল্পনায় ‘আমাদের রান্নাঘর’
পূজা কমিটির কর্মকর্তা সলীল বরণ ঝা ও রঞ্জিত ঝাঁ জানান, ‘দেশের সব মন্দির, মসজিদ, গির্জার কর্মকর্তাদেরও এই বার্তাই দিতে চাই। তারাও যেন আগামী দুই থেকে তিন বছর তাদের প্রণামী বাক্সের সঞ্চিত অর্থ গরিব ও কর্মহীন পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584