বিজেপির সাংগঠনিক সভায় তৃণমূলকে কটাক্ষ মুকুলের

0
67

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এ বিজেপির সাংগঠনিক সভায় বিষ্ফোরক মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়।

তিনি তৃণমূল সুপ্রিমো কে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, সারা পশ্চিমবাংলায় কোনও আইনের শাসন নেই। বাংলায় এখন একটাই প্রশ্ন লোকতন্ত্র থাকবে কি থাকবে না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বাংলায় মৃত্যুর সংখ্যা ৮৯ এবং লোকসভা নির্বাচনের পর থেকে মৃত্যুর সংখ্যা ৩৫।

Mukul Roy | newsfront.co
নিজস্ব চিত্র

এখন সারা ভারতবর্ষের মানুষের কাছে একটাই প্রশ্ন বাংলায় গণতন্ত্র থাকবে কি থাকবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য গাঁধী সংকল্প যাত্রার ডাক দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকুন আর সমতলে থাকুন অনেকেই পরিষ্কার মনে করছেন ২০২১ মমতা সরকার উৎখাত হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে তিনি আরও বলেন, অক্টোবর বেড়াতে যাওয়ার মাস তাই তিনি ঘুরতে এসেছেন পাহাড়ে। মমতা ব্যানার্জি অগণতান্ত্রিক।

Mukul Roy | newsfront.co
সাংগঠনিক সভায় মুকুল রায়। নিজস্ব চিত্র

তিনি গণতন্ত্র মানেন না। পাশাপাশি রাজ্যপালের জেলা সফর নিয়েও মুখ খুললেন মুকুল। তিনি বলেন রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তিনি জেলায় যাবেন আধিকারিকদের সাথে বৈঠক করবেন এটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে তিনি বৈঠকে যাচ্ছেন না, প্রশাসনিক আধিকারিকদের মতে, এটাই সংবিধানের পক্ষে বড় বিপদ।

আরও পড়ুনঃ পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুকুলবাবু এ দিন বলেন সামনেই বিধানসভা উপনির্বাচন। সেই উপনির্বাচন এবারে কালিয়াগঞ্জ বিধানসভায় নির্বাচিত হতে চলছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী ৫৭ হাজার ভোটে এগিয়ে ছিলেন। তাই সাংগঠনিক দিক থেকে তারা এখন খুবই মজবুত।

তাঁর মতে, স্বাভাবিকভাবে এখানে তৃণমূল বলে আর কিছু নেই। এখানকার জনাদেশ এখন সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে। তিনি বলেন পশ্চিমবঙ্গে সাংবিধানিক প্রধানের কোনো মর্যাদা নেই।

রাজ্যপালের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে এটা সংবিধানের পক্ষে অত্যন্ত অশোভনীয়। তাই বাংলার মানুষের প্রশ্ন বাংলায় লোকতন্ত্র থাকবে কি থাকবে না।

বাংলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত। তাই তিনি মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত এখনই স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দেওয়া। তা যেমন দলের পক্ষেও ভাল এবং রাজ্যবাসীর পক্ষে ভালো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here