নিজস্ব প্রতিবেদক
ভীড়ে ঠাসা প্রকাশ্য মঞ্চে মুকুল রায়। দুপুর দুটো পাঁচে সভাস্থলে পৌঁছে দুটো পঁচিশে বলতে উঠে মমতার এক সময়ের সেনাপতি কামান দাগলেন তৎকালীন নেত্রীর বিরুদ্ধে। বললেন, “পাল্টে গেছেন মমতা, ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে আর তিনি উৎসব করে বেড়াচ্ছেন। বাংলায় এখন পুলিশ রাজ চলছে। পুলিশ গোয়েন্দা ব্যবহার করে এমন বিরোধী দমনের রাজনীতি আগে কখনও হয়নি। ”
এদিনের সভায় তৃণমূল ছেড়ে বি জে পি তে যোগ দেন উত্তর চব্বিশ পরগণার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পার্থসারথি দত্ত।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ধর্মতলার এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সর্বভারতীয় সচিব রাহুল সিনহা ও কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী ।তবে আজকের এই জমায়েতের মূল আর্কষণ ছিল মুকুল রায়। রাহুল সিনহা তাঁর বক্তব্যে বলেন যে, “তৃণমূল সৃষ্টি করেছিলেন যিনি, সেই মুকুল রায় আজ এখানে তৃণমূলের ধ্বংসের বীজ বপন করবেন। ” তিনি আরও বলেন যে, “একশোটা মমতা এলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবেন না।তীব্র সাম্প্রদায়িক তোষণ শুরু করেছে তৃণমূল। “
এই সভা ঘিরে রাজনৈতিক বিশ্লেষক থেকে সর্বস্তরের মানুষের যে বিপুল আর্কষণ ছিল,তাতে মুকুল রায়ের বক্তব্য কোন নতুন দিশা দিয়েছে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584