শুভেন্দু কী করবেন তা দু-তিন দিনের মধ্যে বোঝা যাবে! প্রতিক্রিয়া মুকুলের

0
88

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দু-তিন দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পথ স্পষ্ট হবে বলে জানালেন কেন্দ্রীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায়। তবে এই পদত্যাগী মন্ত্রীর ভবিষ্যত বিজেপি মুখী কিনা তা বলতে চাননি মুকুল রায়।

mukul roy | newsfront.co
মুকুল রায়। ফাইল চিত্র

শুভেন্দু অধিকারী কী সিদ্ধান্ত নেবেন? তিনি কি বিজেপির অভিমুখে? সেই জল্পনার অবসান সম্ভবত ঘটতে চলেছে আগামী ২-৩ দিনেই। শুক্রবার রাতে তেমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একটি জাতীয় সংবাদসংস্থাকে মুকুল রায় বলেন,’আগামী ২-৩ দিনে গোটা বিষয়টি স্পষ্ট হবে।’

আরও পড়ুনঃ বৈশাখীর জন্য রাজ্যপালের কাছে শোভন

এ বিষয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি, কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র ও প্রাক্তন রাজ্য সভার সাংসদ কুণাল ঘোষ।সূত্রের খবর, দিন কয়েক আগে ঘরোয়া কথাবার্তায় মুকুল রায় বলেছিলেন, শুভেন্দুর বিষয়টি অমিত শাহ স্বয়ং দেখছেন। এ দিন মুকুল রায় বলেন,’মন্ত্রিত্ব থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন শুভেন্দু। আমার মনে হয়, ২-৩ দিনেই বিষয়টি স্পষ্ট হবে।’

এনিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,’যেহেতু শুভেন্দু নির্দিষ্টভাবে কোনও পদক্ষেপ ঘোষণা করেননি। কোনও প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। বিজেপির নিজস্বতা বলে কিছু নেই। রাজনৈতিকভাবে দেউলিয়া।

আরও পড়ুনঃ রাজ্যে পুলিশের সম্মান ফেরানোর প্রতিশ্রুতি দিলীপের

তারা অপেক্ষা করে আছেন কবে কোন ঘটনা ঘটবে। নারদার ভিডিয়ো দেখিয়ে শুভেন্দুর চরিত্রহনন করেছিল। ইডি-সিবিআইকে পিছনে লাগিয়েছিল। সম্মানবোধ থাকলে এই পার্টি সম্পর্কে শুভেন্দু কী সিদ্ধান্ত নেবেন, তার অপেক্ষায় আমরাও আছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here