উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমুল কংগ্রেস বিধানসভায় একশো আসন পাবে না বলে মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুক্রবার তিনি হেস্টিংস অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন। মুকুল রায় বলেন,’যেভাবে সাধারণ মানুষ থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৃণমূল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করছেন, তাতে ভাবার বিষয়।
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল একশো আসন পাওয়া কষ্টের হবে। আগামীকাল মেদিনীপুরে অমিত শাহের সভায় দলে দলে মানুষ তাঁকে বরণ করে নেবেন। তৃণমূল জামানার ভ্রস্টাচারের জীবন শেষ করে আবার বাংলার পুরনো ঐতিহ্যের দিকে ঝুঁকবেন তারা।’অন্যদিকে বাংলায় কেন্দ্রীয় শাসন ছাড়া এখানে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায়।
আরও পড়ুনঃ অমিত শাহের সফরের আগেই খড়্গপুরে তৃণমূলে যোগ শতাধিক বিজেপির কর্মীর
শুক্রবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’যে ভাবে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজীর গাড়ি আক্রান্ত হয়েছে, তাতে মনে হয় কেন্দ্রীয় শাসন ছাড়া নির্বাচন করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একশো উনচল্লিশ জন বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে তৃণমূল দুষ্কৃতীদের হাতে। তাই বলছি এরাজ্যে কোনো শাসন নেই। তাই রাজ্যে কেন্দ্রীয় শাসন দরকার।’
পাশাপাশি এদিনই মুকুল রায় বলেছেন, ‘শুধুমাত্র বিজেপি করার জন্য আমার বিরুদ্ধে পঞ্চান্নটি, আর অর্জুন সিং এর বিরুদ্ধে পঁয়ষট্টিটি মামলা দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলাম। আজ সুপ্রিম কোর্ট রায় দেয় আমাদের আগামী জুলাই মাস পর্যন্ত গ্রেফতার করা যাবে না। দেশের শীর্ষ আদালতের এই রায়ে আমরা আনন্দিত।’
আরও পড়ুনঃ হলদিয়া বন্দরের শ্রমিক ভবন থেকে সরিয়ে নেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি
একই সঙ্গে আসানসোলের প্রাক্তন প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি সহ কিছু তৃণমূল নেতাকে বিজেপিতে যোগদান নিয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয়র মন্তব্য প্রসঙ্গে মুকুল রায় বলেন,’বাবুল যেটা বলেছেন, সেটা তার ব্যক্তিগত মতামত। এটা দলের কোনও মন্তব্য নয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584