নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মধ্যে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে একাধিক ব্যক্তির বিরুদ্ধে বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদনের অভিযোগ উঠল। গ্রাম পঞ্চায়েত সদস্যকে সেলামি দিয়ে বার্ধক্য ভাতার আবেদন করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, বার্ধক্য ভাতার আবেদনপত্রগুলি রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন দফতরে জমা পড়তেই তাদের বয়সের গরমিল নজরে পড়ে কর্মীদের। রামপুর, শেরপুর, বাহিন ও বিরঘই অঞ্চলের ৩৬ জন ব্যক্তি বার্ধক্য ভাতার জন্য আবেদন করলেও তাঁদের বয়সের উপযুক্ত প্রমাণপত্র জমা দেননি।
আরও পড়ুনঃ প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য সহ ৩ জনকে বরখাস্ত বিশ্বভারতীর
অভিযোগ, এর পিছনে রয়েছে অনৈতিক লেনদেন। ওই ব্যক্তিদের বয়সের গরমিলের বিষয়টি দফতরের কর্মীরা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন বিডিও রাজু লামা। যদিও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চক্রান্ত বলে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানদের দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584