কালিয়াগঞ্জে মাল্টিরোল সিড্রিলের মাধ্যমে উন্নত মানের সরিষা চাষ

0
97

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

শীতকালীন সবজি চাষে কৃষকদের উৎসাহিত করছে উত্তর দিনাজপুর জেলা কৃষি দপ্তর। এজন্য দপ্তরের পক্ষ থেকে চাষিদের প্রশিক্ষণ দিয়ে আর্থিক সাহায্য করা হচ্ছে।এবার থেকে আর জমিতে বেশি করে বীজ ছিটিয়ে সরিষা চাষ করতে হবে না,কম বীজ দিয়ে মাল্টিরোল সিড্রিল এর মাধ্যমে করা যাবে উন্নত মানের সরিষা চাষ যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি ফলন দেবে।উত্তর দিনাজপুর জেলায় প্রথম কালিয়াগঞ্জ ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে উন্নত পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আত্মা প্রকল্পের মাধ্যমে উন্নত মানের সরিষা চাষ।

multirole sydril
নতুন পদ্ধতিতে চাষের কাজ ।নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ কৃষি দফতরের উদ্যোগে এই ব্লকের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেল মাল্টিরোল সিড্রিল এর মাধ্যমে কৃষকদের শেখানো হচ্ছে কিভাবে এই পদ্ধতিতে চাষ করে ফলন আগের তুলনায় বাড়ানো যায়।কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল ঘোষ জানান ভারত সরকার আত্মা প্রকল্পের মাধ্যমে জেলায় প্রথম মাল্টিরোল সিড্রিল পদ্ধতিতে চাষ শুরু হয়েছে পরীক্ষামূলক ভাবে।তিনি বলেন এই পদ্ধতিতে চাষ করলে যেমন বীজ কম লাগে তেমনই একটা গাছ থেকে আর একটা গাছের মধ্যে দূরত্ব বজায় থাকে, ফলে ফলন আগের তুলনায় অনেক বেশি হয়।পাশাপাশি রোগ পোকার আক্রমণ হলে সহজে সেটা দূর করা যাচ্ছে।তিনি বলেন ইতিমধ্যে কালিয়াগঞ্জের ৫০ জন কৃষককে পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতিতে চাষাবাদ শিখিয়ে এই কাজ শুরু করা হয়েছে।কৃষি আধিকারিক এর আশা এবার আগের তুলনায় অনেক বেশি সরিষার ফলন হবে।

আরও পড়ুনঃ মজুরি পরিশোধে গোল্ডলোনের হারিয়ে যাওয়া সোনার হার ফেরালেন ব্যবসায়ী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here