মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
বৃহস্পতিবার শাহরুখ পুত্র আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই বলিউড বাদশাহ শাহরুখ খান নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু এতে কোনও লাভ হল না। শুক্রবার মাদক কাণ্ডে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল আদালত।

হোয়াটসঅ্যাপে ফুটবল নিয়ে কথোপকথন চালাতেন আরিয়ান। আর সেই কথোপকথন খতিয়ে দেখেই শাহরুখ পুত্রকে মাদকাসক্ত বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু আদতে আরিয়ান ‘নির্দোষ’। এমনই দাবি করেছেন শাহরুখ খান নিযুক্ত আইনজীবী সতীশ মানশিণ্ডে।
BREAKING : Mumbai Magistrate Court Rejects Bail Applications of #AryanKhan and 2 others as not maintainable.#CruiseDrugShipsCase https://t.co/HBOXmPHxRe
— Live Law (@LiveLawIndia) October 8, 2021
অপরদিকে, সরকারী আইনজীবী অনিল সিংহের কথায়, আরিয়ানের হোয়াটসঅ্যাপে কথোপকথনের বিষয় কখনওই ফুটবল ছিল না। ওই চ্যাটে কোনও মাদক চক্রের সঙ্গেই সাংকেতিক ভাষায় কথোপকথন চালাতেন আরিয়ান। দুই আইনজীবীর বক্তব্য শোনার পর বিষয়টি আরও খতিয়ে দেখার জন্যই শাহরুখ পুত্র আরিয়ানকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
আরও পড়ুনঃ ‘হামি ২’-র শুটিং শুরু হবে ডিসেম্বরে
এরপরই শাহরুখের আইনজীবী অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিল। কিন্তু শেষপর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। আপাতত মাদক কাণ্ডে ধৃত আরিয়ান এবং বাকি অভিযুক্তদের তিন থেকে পাঁচ দিন আর্থার জেলে নিভৃতবাসে থাকার নির্দেশ দিয়েছে মুম্বই আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584