নিজের বাড়ি থেকে গ্রেফতার অর্ণব গোস্বামী

0
174

খালিদ মুজতবা, ওয়েব ডেস্কঃ

২০১৮ সালের এক মামলায় আজ সকালে নিজের বাড়ি থেকে গ্রেফতার সাংবাদিক অর্ণব গোস্বামী । ৫ কোটি টাকার ঋণ শোধ না করা এবং আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। আর তাতেই সাংবাদিক অর্ণব গোস্বামীকে একপ্রকার টেনে-হিঁচড়ে থানায় নিয়ে গেল মহারাষ্ট্র সিআইডি।

Arnab Goshawmi | newsfront.co
ছবিঃ এএনআই

বুধবার সাতসকালে কোনও প্রকার আগাম নোটিস ছাড়াই অর্ণবের বাড়িতে হানা দেয় মুম্বই পুলিশের একটি বড়সড় দল। সিআইডি এবং মুম্বই পুলিশের ১০-১২ জন আধিকারিক অর্ণবের বাড়িতে প্রবেশ করে। সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কে দেখা যায় তাঁর বাড়ির বাইরে অপেক্ষা করতে। এর কিছুক্ষণ পর দেখা যায় অর্ণবকে এক প্রকার টানতে টানতে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ এসপ্লানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা

উল্লেখ্য, ২০১৮ সালে ৫৩ বছরের অন্বয় নায়েক ও তাঁর মা আত্মঘাতী হয়েছিলেন। অন্বয়ের লেখা সুইসাইড নোটে লেখা ছিল, অর্ণব গোস্বামী ও আরও দু জন তাঁকে ৫.৪০ কোটি টাকা দেননি। সেই কারণে তাঁকে ও তাঁর মাকে মৃত্যুবরণ করতে হল।

আরও পড়ুনঃ আট মাসের মধ্যে জিএসটি বাবদ আয় সর্বোচ্চ, বেড়ে ১.০৫ লক্ষ কোটি

২০১৮ সালেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আলিবাগ থানার পুলিশ। তবে ২০১৯ সালে রায়গড় পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছিল। অবশেষে সেই মামলায় মহারাষ্ট্রের সিআইডি তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে।

বেশ কিছুদিন ধরেই আইনি জটিলতায় জড়িয়ে আছেন অর্ণব। টিআরপি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই তাঁর এবং তাঁর চ্যানেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সম্প্রতি পালঘর সাধু হত্যা এবং বান্দ্রার পরিযায়ী শ্রমিক বিক্ষোভ মামলায় রিপাবলিক টিভির সম্পাদককে নতুন করে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এবার আত্মহত্যার প্ররোচনার মামলায় তাঁকে গ্রেফতার করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here