ভোররাতে পুলিশের হানা, জলঙ্গীতে আটক ঘিরে চাঞ্চল্য

0
220

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

mojem molla | newsfront.co
মোয়াজ্জেম মোল্লা

শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত জলঙ্গী থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোষপাড়া এলাকা থেকে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। সূত্রের খবর, শুক্রবার ভোরের দিকে মুম্বাই পুলিশ সহ লোকাল থানার পুলিশ হানা দিয়ে চার(৪) জনকে আটক করেন। ধৃতদের নাম জামদুল ইসলাম (৩০) পেশায় পরিযায়ী শ্রমিক। আল আসিফ সরকার (১৮) দ্বাদশ শ্রেণীর ছাত্র। অষ্টম দে (২২) পেশায় রায়পাড়া গ্রামের এক মোবাইল দোকানের কর্মচারি। মোয়াজ্জেম মোল্লা বয়স(৫০) পেশায় কাপড় ব্যবসায়ী, গত এক বছর আগে কেরল থেকে লকডাউনে বাড়ি ফিরে আসেন তারপর বাড়িতেই ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী হিসাবে জীবিকা নির্বাহ করেন।

jamdul lslam | newsfront.co
জামদুল ইসলাম
asif sarkar | newsfront.co
আসিফ সরকার

ধৃতদের পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের কিছুই জানা নেই বলে জানান। পুলিশের তরফ থেকেও তাদের কিছুই জানানো হয়নি বলেই দাবি পরিজনদের।

woman | newsfront.co
ধৃত আসিফের আত্মীয়। নিজস্ব চিত্র
ripan mondal | newsfront.co
রিপন মন্ডল, স্থানীয় বাসিন্দা

আরও পড়ুনঃ এবার মেদিনীপুর শহরে প্রবেশ করল দাঁতাল হাতি,আতঙ্কে স্থানীয়রা

পুলিশের পক্ষ থেকেও এই আটক বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছুই জানানো হয়নি। জানা গেছে, আরও কিছু ব্যক্তির খোঁজে তল্লাশি অব্যাহত। মুম্বাই পুলিশের এই হানায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here