নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মারাত্মক অভিযোগ রিপাবলিক টিভির বিরুদ্ধে, বেআইনি ভাবে টিআরপি বাড়ানোর কেলেঙ্কারি ফাঁস করেছে মুম্বই পুলিশ। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বহুচর্চিত চ্যানেল রিপাবলিক টিভি-সহ,আরও কয়েকটি চ্যানেলের নাম।
ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অন্য চ্যানেলগুলির মালিকদের, নোটিশ পাঠানো হয়েছে রিপাবলিক টিভিকে, জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) মাপজোক করে দেয় ব্রডকাস্ট অডিয়ান্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)।
টিআরপি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মুম্বইয়ে ২ হাজারেরও বেশি ব্যারোমিটার বসিয়েছে তারা। তবে কোথায় এই ব্যারোমিটার বসানো হয়েছে তা গোপন থাকার কথা। কিন্তু এক্ষেত্রে তা হয়নি, জানিয়েছেন, মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং।
আরও পড়ুনঃ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাশওয়ান
তিনি জানান, তদন্তে দেখা গিয়েছে, ব্যারোমিটার বসানোর জন্য যে সংস্থার সঙ্গে চুক্তি করে বিএআরসি, সেই সংস্থার প্রাক্তন কর্মীরা এর উপর প্রভাব খাটিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ওই প্রাক্তন কর্মীরা লোকেদের নির্দিষ্ট চ্যানেল টিভিতে চালিয়ে রাখতে বলতেন। এমন অনেককে ওই নির্দিষ্ট কয়েকটি চ্যানেল চালিয়ে রাখতে বলা হত, যাঁরা ইংরেজি জানেনই না, অথচ ইংরেজি চ্যানেল চালু রেখেছেন।
আরও পড়ুনঃ উস্কানিমূলক সংবাদের বিরুদ্ধে ফের সরব প্রকাশ জাভেদকর
এই কেলেঙ্কারিতে পুলিশের নজরে এসেছে রিপাবলিক, ফকত মারাঠি ও বক্স সিনেমার মতো চ্যানেলগুলি। মুম্বইয়ের সিপি জানান, ”দুটি সংবাদ চ্যানেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। রিপাবলিক নিউজ চ্যানেলকে নোটিস পাঠানো হয়েছে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584