নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মুম্বাইয়ের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক ত্রিমুখ রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী, সৌম্যব্রতা রায় গোস্বামী এবং এআরজি আউটলেয়ার মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মুম্বাই সেশন কোর্ট খারিজ করে দিল সেই মামলা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মুম্বাই পুলিশের ভূমিকা সম্পর্কে অর্ণব গোস্বামী বেশ কিছু অসম্মানজনক মন্তব্য করেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৯৯(২) ফৌজদারি ধারায় মানহানি মামলা দায়ের করেন মুম্বাই পুলিশের ডিসিপি।
আরও পড়ুনঃ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানভাপি মসজিদ নিয়ে বিতর্ক, পরিদর্শনে এএসআই’কে অনুমতি আদালতের
এদিন বিচারক উদয় এম পারওয়ার তাঁর পর্যবেক্ষণে বলেন, “১৯৯(২) ধারায় অভিযোগ করতে গেলে তা হতে হবে লিখিত এবং সরকারি কৌঁসুলি সে অভিযোগ দায়ের করবেন। এছাড়া অন্য কোন ব্যক্তি এই ধারায় অভিযোগ করতে পারেন না।” আদালত জানায় পিটিশনের শেষে সরকারি কৌঁসুলির স্বাক্ষর থাকলেও, অভিযোগকারী কিন্তু ডিসিপি অভিষেক ত্রিমুখ, সরকারি কৌঁসুলি নন।
সরকারি কৌঁসুলির চিঠি সঙ্গে থাকলেও তা এক্ষেত্রে তাঁর অভিযোগ নয়।সরকারি কৌঁসুলি এই ক্ষেত্রে ডিসিপি ত্রিমুখের হয়ে মামলাটি দায়ের করেছেন মাত্র। ঘটনাটি এমন নয় যে ওই সরকারি কর্মচারী তাঁর অভিযোগ দায়ের করতে পারবেন না, তবে তা ১৯৯(২) ধারায় সম্ভব নয়, জানিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584