নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কঙ্গনার রিয়েলিটি শোতে মুনাওয়ার ফারুকি! কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘লক আপ’-এ থাকতে হবে ৭২ দিন, খেলতে হবে ‘অত্যাচারী খেল’ । ALTBalaji-র নতুন শো ‘লক আপ’- এর দ্বিতীয় প্রতিযোগী কমেডিয়ান মুনাওয়ার ফারুকি, মঙ্গলবার টুইটারে নতুন টিজার প্রকাশিত হয়েছে বালাজির। আর তা দেখার পর থেকেই হতবাক মুনাওয়ারের ফ্যান ফলোয়াররা। তাঁদের ক্ষোভ মুনাওয়ার-এর মত মানুষরাও বিকিয়ে গেলেন! মুনাওয়ার ছাড়া আরো ১৫জন প্রতিযোগী থাকছেন এই শো-তে। ২৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে ALTBalaji এমএক্স প্লেয়ারে।
গত বছর এই স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সম্পর্কে দক্ষিণপন্থী কিছু সংগঠন অভিযোগ তোলে যে মুনাওয়ার তাঁর কমেডি শো তে হিন্দু দেবতাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এই দক্ষিণ পন্থী সংগঠনগুলির হুমকির জেরে বাতিল হয়ে যায় মুনাওয়ারের একের পর এক শো।
Shows huye hain inke cancel, kya chalenge Lock Upp mein inke plans?#LockUpp streaming from 27th Feb, LIVE free.@ektarkapoor #KanganaRanaut @munawar0018 #NishaRawal @MXPlayer @zakzulfi @LockuppGame pic.twitter.com/9nMq94W7OT
— ALTBalaji (@altbalaji) February 22, 2022
শুধু তাই নয়, সংগঠনগুলির অভিযোগের জেরে চলতি বছরের গোড়ার দিকে একমাসের বেশি সময় জেলেও কাটাতে হয়েছিল মুনাওয়ার-কে। সেসময়ে মুনাওয়ার বলেন তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্যায়। বিনা কারণে তাঁকে জেলে কাটাতে হল। মুনাওয়ারের সহকর্মীরাও তাঁর সমর্থনে পাশে ছিলেন ঐ সময়।
Munawwar pic.twitter.com/hPudvf9WMT
— Iqbal (@iqbalintouch) February 22, 2022
LW and RW who supported their celebs based on ideology
pic.twitter.com/xuztNMeXsB
— Atheist Mumbaikar
….. (@AtheistMumbai) February 22, 2022
নতুন শো সম্পর্কে মুনাওয়ার খুবই উচ্ছসিত তবে শো-এর টিজার মঙ্গলবার প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক কটাক্ষ উড়ে এসেছে মুনাওয়ারের প্রতি। ALTBalaji- টুইটে একাধিক মিম শেয়ার করে নেটিজেনরা কটাক্ষ করেছেন।
— عادل مغل
(@MogalAadil) February 22, 2022
This just triggered the whole right and left wing ecosystem
…in the end money is the boss of everyone
— ओजस (@Dilliwalanerd) February 22, 2022
Good for Munawwar. What Kangana took 20 years to achieve, Munawwar did it in 2 years. Both at the same platform. Chaiwale ka platform
— ThaNAMOs (@kabirazad2017) February 23, 2022
আবার কেউ লিখেছেন, যা কিছু হয়ে যাক শেষ পর্যন্ত টাকাই আসল কথা। এক টুইটার ব্যবহারকারী একটি মিম শেয়ার করে লিখেছেন, যারা রাজনৈতিক আদর্শের কথা ভেবে সেলিব্রিটিদের সমর্থন করেন তাঁদের এই অবস্থা। আরও এক জন কটাক্ষ করে লিখেছেন, কঙ্গনার যা পেতে ২০ বছর লেগেছিল, মুনাওয়ার তো দুবছরেই তা পেয়ে গেলেন।
আরও পড়ুনঃ The Kashmir Files: মুক্তি পেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ট্রেলার, উঠে আসবে কাশ্মীরি পণ্ডিতদের কাহিনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584