ফুডফেস্টে বাহামণি

0
74

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনাকালে একটু স্বাদ বদলাতে ফুডফেস্টের আয়োজন করেছিল “Munching Monks”। ১৫ অগাস্ট, ভারতর ৭৫তম স্বাধীনতা দিবসের দিনই এই তরুণ তুর্কিদল স্বভুমি রাজকুটিরে একটি ফুডফেস্টের আয়োজন করে। এদিন ফুডফেস্টের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী পৌলমী দাস ও দর্শকের প্রিয় বাহামণি থুড়ি রণীতা দাস।

Food fest
ছবি: সংগৃহীত

ভোজনরসিক রণিতা নিত্যনতুন খাবার খেতে ভালবাসেন। আর এই ফুডফেস্টে ছিল রকমারী খাবারের সম্ভার। যেগুলো টেস্ট করে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। এদিকে, ‘লকডাউনের কারণে বিভিন্ন রেস্টুরেন্ট বন্ধ ছিল তাই সেরকম বাইরে বেরিয়ে খাওয়াদাওয়া সেভাবে হয়েনি বললেই চলে, তাই এতদিন পর এরকম একটি ফুডফেস্টে এসে অসাধারণ লাগছে,’ এমনটাই জানালেন ওয়েব সিরিজ খ্যাত অভিনেত্রী পৌলমী দাস।

Ranita Das
অভিনেত্রী রণিতা দাস ও পৌলমী দাস

আরও পড়ুনঃ ‘জন্মদিনে সেরা উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’, জানালেন শ্রাবন্তী

‘Munching Monks’ প্রত্যেক বছর তাদের বর্ষপূর্তির দিনটি এভাবেই উদযাপন করে। এ বছরেও তার অন্যথা হয়নি। এদিনের ফুডফেস্টের মেনুতে কি কি ছিল জানেন? তবে একঝলকে দেখে নিন ফুডফেস্টের মেনু।

আরও পড়ুনঃ গানের প্রতিযোগিতায় প্রথম উত্তরাখণ্ডের পবনদীপ, দ্বিতীয় স্থানে বনগাঁর অরুণিতা

এদিন ফুডফেস্টে স্টার্টারে স্মোকড ভেটকি, ঠাকুরবাড়ির নিরামিষ চপ সাথে বিক্রমপুর কাসুন্দি। আর মেইন মেনুতে ছিল ধুন্গার চিকেন, ঘি রোস্ট মটন, ঢাকাই মোরগ পোলাও সহ আরও অনেক পদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here