নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের আলিকষা ১নং অঞ্চলে মুন্ডারী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো মুন্ডারী নিত্য প্রতিযোগিতা।
বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই নিত্যানুষ্ঠানের সূচনা হয়।আর চলে সারা রাত্রি ব্যাপি।প্রায় ৪০ থেকে ৪২ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারির বিধায়ক তথা এমএলএ পরেশ মুর্মু ,তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সমাজসেবী ধীরেন জানা ও মুন্ডারী কমিটির প্রধান সদস্য শংকর সিং। মুন্ডারী সংস্কৃতিতে যে আলাদা একটা কদর, আলাদা একটা গাম্ভীর্য রয়েছে তা মানুষজনের কাছে তুলে ধরেছেন এই সমাজের মানুষ তারা যে সংস্কৃতিটাকে কত ভালবাসে সেটা আমরা জানি তাই আমরা তাদের পাশে আছি ” – এমনটাই জানিয়েছেন কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু।
আরও পড়ুনঃ পুলিশের উদ্যোগে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা
ওনারা শুধু এই বছর নয় প্রতিবছরই এইরকম প্রতিযোগিতার আয়োজন করে থাকেন যেখানে সারা রাত চলে বিভিন্ন দলের নৃত্য প্রতিযোগিতা চলে।এই অনুষ্ঠানের কারনে খুশির হাওয়া বইছে গ্রামে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584