নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ইংরেজবাজার পুরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জমে যাওয়া জলের জন্য রেলকেই দায়ী করলেন পুর প্রশাসক নীহার রঞ্জন ঘোষ এবং দুলাল সরকার। মঙ্গলবার তারা বিভিন্ন ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থা দেখতে গিয়েছিলেন। রাস্তায় নর্দমার জল উঠে এসে চলাচলের অযোগ্য করে দেওয়ায় হাই ড্রেন প্রয়োজন, তা নিয়ে রেলকেই দায়ী করেন দুই পুর প্রশাসক।
তারা বলেন রেলের জন্যই হাই ড্রেন তৈরি করা যাচ্ছেনা। নর্দমা নিয়মিত সাফাই হয়না, স্থানীয়দের এই অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন দুলাল বাবু। তখনই পুর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের জমাদারকে ডেকে পাঠিয়ে নিয়মিত নর্দমা পরিস্কার করার নির্দেশ দেন।
আরও পড়ুনঃ মুখে মাস্ক না থাকার অভিযোগে ৯ হাজারের বেশি মামলা দায়ের পুলিশের
ইংরেজবাজার পুরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ বলেন, এলাকায় দীর্ঘদিনের সমস্যা জল জমা। ইংরেজবাজার পুরসভার উদ্যোগে তরিঘরি নিকাশি সমস্যার সমাধান করা হবে। রেল দফতর বারবার কথা দিয়েও কথা রাখেনি।
এর ফলে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ড্রেনের কাজ শুরু করা হবে, বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584