ওয়ার্ডের মানুষের জন্য হোম ডেলিভারি নম্বর বিলি রায়গঞ্জের পুর কাউন্সিলরের

0
88

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

রবিবার থেকে শহরের সমস্ত বাজারে অযথা ভিড় এড়াতে বাজার বন্ধের সিন্ধান্ত নিল প্রশাসন। এমনকি খাদ্যের অভাব রুখতে এলাকার বিভিন্ন ওয়ার্ডে হোম পরিষেবার নম্বরও প্রতিটি বাড়িতে পৌঁছনোর কাজ শুরু করা হল।

home delivery for corona | newsfront.co
হোম ডেলিভারির কাজে সদস্যরা। নিজস্ব চিত্র

এই পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেই রাস্তায় হেঁটেই এবার ওয়ার্ডের বাসিন্দাদের জন্য হোম ডেলিভারি পরিষেবা ও নম্বর বিলি করলেন রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা।

আরও পড়ুনঃ ফালাকাটায় সংক্রমণ রুখতে জীবাণু নাশক স্প্রে, দমকলের

উল্লেখ্য,উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলা জুড়ে হোম ডেলিভারি পরিষেবা চালু করেছে। এ নিয়ে কাউন্সিলর অনিরুদ্ধ সাহা জানান, “আমার ওয়ার্ডে অনেক প্রবীণ নাগরিকরা বসবাস করেন। নোভেল করোনা যেন ওয়ার্ডের কোনও বাসিন্দাকে নিজেদের জীবন বিপন্ন না করেন।

সকলে যেন বাড়িতে বসে থেকেই প্রয়োজনীয় সামগ্রী পেতে পারেন সেই কারণেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এখানে এই কাজের জন্য একটি দল গঠন করা হয়েছে। ঘরে বসেই ওয়ার্ডের বাসিন্দারা ফোন করলেই, সেই দলের যুবকেরা বাড়িতে পৌঁছবে। এরপর চাহিদা মতন সামগ্রী ফের বাসিন্দার বাড়িতে পৌঁছে দেবে দলের সদস্যরা। এই পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত কোনও মূল্য নেওয়া হবে না “৷

এদিকে ওয়ার্ডের সকল বাসিন্দাদের মধ্যে হ্যাণ্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করছেন কাউন্সিলর অনিরুদ্ধ সাহা। বিগত তিন দিনে প্রায় ৯৫০ পরিবারের হাতে স্যানিটাইজার ও সাবান পৌঁছে দিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here