নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা আবহে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে শিশুদের পাশে দাঁড়ালেন রায়গঞ্জ পুরসভার এক কাউন্সিলার। শুক্রবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিরুদ্ধ সাহা এলাকার শিশুদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে পাউরুটি, কলা, কেক, দুধের প্যাকেট তুলে দিলেন।
সেই সঙ্গে এলাকার শিশুদের রবীন্দ্রনাথের সম্পর্কে অবহিতও করলেন। পাশাপাশি তাদের স্বাস্থ্যের খবরও নেন তিনি। এদিন অনিরুদ্ধবাবু প্রায় ৫০০ শিশুর হাতে তাদের পছন্দের খাবার তুলে দেন। খাবার পেয়ে খুশি শিশুরা।
আরও পড়ুনঃ রবীন্দ্রনাথের ১৫৯ তম জন্মবার্ষিকীতে নির্জন বিশ্বভারতী
অন্যদিকে, উকিলপাড়ার রবীন্দ্র শিশু উদ্যানে কবিগুরুর আবক্ষ মূর্তিতে রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। লকডাউনের জেরে এবার রায়গঞ্জে রবীন্দ্রজয়ন্তী অনারম্বরভাবে পালন হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584