নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় রায়গঞ্জ পুরসভা কি ধরনের কাজ করছে তা জানতে চাইলেন রাজ্যের পুরমন্ত্রী। আজ দুপুরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষের। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলররা এই ভিডিও কনফারেন্সে হাজির ছিলেন।
রায়গঞ্জ পুরসভার সুব্রত রায় মেমোরিয়াল হলের ভিডিও কনফারেন্সে পুরমন্ত্রী রায়গঞ্জ পুর এলাকার বর্তমান হালচাল নিয়েও খোঁজ খবর নেন। রায়গঞ্জ ব্লক এলাকায় চারজন করোনা সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া যাওয়ায় কিভাবে সচেতনতা নেওয়া যায়, তা নিয়েও পুর প্রশাসনকে পরামর্শ দেন পুরমন্ত্রী।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব
পুরমন্ত্রী ছাড়াও রাজ্যের পুরদফতরের অন্যান্য আধিকারিকরা এদিনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায়গঞ্জ পুরসভার খোঁজ নিয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584