নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

মিড ডে মিল ঠিকমতো পরিবেশন করা হচ্ছে কিনা এবং খাবারের গুণগত মান খতিয়ে দেখতে হঠাৎ বাঁকুড়া লোকপুর হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে হাজির বাঁকুড়া পুরসভার পুরপিতা মহা প্রসাদ সেনগুপ্ত।

প্রসঙ্গত হুগলির স্কুলের মিড ডে মিলের মেনুতে ‘নুন-ভাত’ দেওয়ার ঘটনায় তাজ্জব হয়েছিল গোটা রাজ্য। এ ঘটনার পরই মিড ডে মিল নিয়ে তৎপর হল রাজ্য সরকার। রাজ্য সরকারের স্কুলগুলিতে মিড ডে মিলের মেনু ঠিক করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে সমস্ত জেলা প্রশাসনকে নয়া মিড ডে মিলের মেনু নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রাজ্য সরকারের নিয়ম অনুসারে সোমবার পড়ুয়াদের পাতে থাকবে ভাত, ডাল, আলু,সব্জি তরকারি, চাটনি। মঙ্গলবার পড়ুয়াদের দেওয়া হবে ভাত, ডাল, ডিম বা মাছ ও চাটনি। বুধবার মিড ডে মিলের মেনুতেথাকছে ভাত, ডাল, সব্জি। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের দেওয়া হবে ভাত, মাছ বা ডিম, সব্জি। শুক্রবারের মেনুতে থাকছে ভাত, ডাল, আলুর দম। শনিবার মেনুতে থাকবে ভাত, ডাল, সোয়া, আলুর তরকারি।
আরও পড়ুনঃ জলমগ্ন গ্রাম পরিদর্শনে এসে সাহায্যের আশ্বাস কৃষি কর্মাধ্যক্ষের

মিড ডে মিল ঠিকমতো পরিবেশন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে লোকপুর হাই স্কুলে হঠাৎ হাজির বাঁকুড়া পুরসভার পুরপিতা মহাপ্রসাদ সেনগুপ্ত। স্কুলে এসে রান্নাঘরে যেমন পরিদর্শন করলেন বিভিন্ন খাবারের গুণগত মান অপরদিকে হাতে থালা নিয়ে স্কুলের বেঞ্চে বসে খেলেন স্কুলের খাবারও। কথা বললেন একাধিক পড়ুয়াদের সাথে তারা ঠিকমতো খাবার পায় কিনা।
এদিন স্কুলে উপস্থিত ছিলেন লোকপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গোরাচাঁদ ক্লান্ত সহ অন্যান্য স্কুলের শিক্ষক ও স্কুল পড়ুয়ারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584