নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ছিঁচকে চোরের উৎপাতে নাজেহাল পুরকর্মীরা। নিস্তার পেতে এবার নিজেরাই চোর ধরার কাজে নেমে পড়লেন। যেমন কাজ, তেমনি ফল। একেবারে হাতেনাতে ধরে চোর।
অনেকদিন ধরে ইসলামপুর পুরসভার প্রায়ই নানা জিনিষ খোয়া যাচ্ছিল। দীর্ঘদিন ধরেই একের পর এক জিনিস হঠাৎ উধাও হয়ে হয়ে যেত পুরসভা থেকে। পরে কেউই তা খুঁজে পেতেন না। সকলের মধ্যেই একটা সন্দেহ প্রকট হয়ে ওঠে। সেই সন্দেহ এবার পরিস্কার হয়ে উঠল এক দুষ্কৃতীকে হাতে নাতে ধরার পর।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে মাল বোঝাই কন্টেনারে আগুন
ইসলামপুর পুরসভার আধিকারিক গৌতম কুমার বর্ধন জানান, ‘প্রায়শই বিভিন্ন সামগ্রী খোয়া যেত। একজনকে ধরা হয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুর কর্মচারীরাই তাকে ধরেছে। পুলিশ না আসা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়েছিল। পুলিশ আসার পরে দুস্কৃতীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584