আসানসোলে জেতার ব্যাপারে আশাবাদী মুনমুন

0
74

সুদীপ পাল,বর্ধমানঃ

Munmun hopeful to win at asansol
নিজস্ব চিত্র

সাদা রঙের গাড়িতে করে আসানসোলে এসে নামলেন মুনমুন সেন। বিধায়ক, জেলা সভাপতি, পুরসভার মেয়র সবাই উপস্থিত। ‘বাঁকুড়ায় অনেক কাজ করেছি। আসানসোল নিয়ে বিশেষ কিছু জানিনা। তবে এখানে আমি জিতবই। এখানে কাজ করতে এসেছি।’

সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী মুনমুন সেন। যদিও তাকে আসানসোলে কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করার পর থেকেই বিরোধীরা অভিযোগ করেছেন, বাঁকুড়ার সাংসদ এলাকায় তিনি কোনো রকম কাজ করেননি। দলীয় নেতাকর্মীদের নিয়ে এদিন মিছিল করলেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন বলছেন, মানুষের এই ব্যাপক ভিড় বলে দিচ্ছে লোকসভাতে জিতছেন আমাদের প্রার্থী।

আরও পড়ুনঃ শিল্প-কর্মসংস্থান-কৃষকের দাবীতে সরব সিপিএম প্রার্থী

যদিও এই মতকে গুরুত্ব দিতে রাজি নন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। তাঁর দাবি, পাঁচ বছর বাঁকুড়ায় মুনমুন সেন সম্পূর্ণ ব্যর্থ। এখন পুনর্বাসন চাইছেন আসানসোলে। কিন্তু মানুষ ভোট দেবেন পদ্মফুলে।
ভোট মিটলেই আর তাঁকে দেখা যায় না।

যেহেতু উনি তারকা। সেই অভিজ্ঞতা থেকেই মানুষ আর ভোট দেবে না ওনাকে – এমনই মন্তব্য প্রকাশ করছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী। যদিও বিরোধীদের এই অভিযোগ হেলায় উড়িয়ে দিচ্ছেন মুনমুন। তাঁর বক্তব্য, বাঁকুড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন নিয়মিত যোগাযোগ ছিল কিনা আমার সাথে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here