বিনোদন ডেস্ক:-
২০০৩ সালে মুক্তি পেয়েছিল বলিউডের নামি পরিচালক রাজ কুমার হিরানি পরিচালিত ‘মুন্না ভাই এমবিবিএস’। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। যেখানে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, আরশাদ ওয়ার্সি, গ্রেসি সিং ও সুনীল দত্তের মতো তারকারা।
২০০৬ সালে হিরানি নির্মাণ করেন তার মুন্না ভাই সিরিজের দ্বিতীয় কিস্তি ‘লাগে রাহো মুন্না ভাই’। পরিচালক হিরানি ও প্রযোজক বিধু বিনোদ জুটির এ ছবিতেও প্রধান চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। আরও ছিলেন আরশাদ ওয়ার্সি, বিদ্যা বালান, দিয়া মির্জা, বোমান ইরানিসহ অনেকে। প্রথমটির মতো দ্বিতীয়টিও হয় সুপারডুপার হিট।
সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর ‘মুন্না ভাই’ সিরিজের তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখা শুরু করেছেন হিরানি। ২০১৮ সালে এসে হিরানি ঘোষণা করলেন যে খুব শিগিগিরই শুরু হবে ‘মুন্না ভাই থ্রি’ ছবির কাজ।তবে এই ছবির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিল। হিরানি যখন ‘মুন্না ভাই থ্রি’র চিত্রনাট্য নায়ক সঞ্জয় দত্তকে পড়ে শোনান, তখন নিজের জীবনের কিছু ঘটনা হিরানির সঙ্গে শেয়ার করেন সঞ্জয়। সঞ্জয়ের গল্প শুনে মুগ্ধ হিরানি তখনই সিদ্ধান্ত নেন, আগে তিনি সঞ্জয়ের বায়োপিক নির্মাণ করবেন, তারপর ‘মুন্না ভাই থ্রি’।
সঞ্জয় দত্তের বায়োপিকের নাম ‘সঞ্জু’ । যেখানে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। এ ছবিতে বলিউডের এক রঙিন চরিত্র সঞ্জয় দত্তের জীবনের নানা ওঠা পড়া, অফস্ক্রিনে তার সুখ-দুঃখ, স্ক্যান্ডাল সব বিষয় উঠে আসবে পদে পদে।
যেখানে এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন রণবীর কাপুর। সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা ও মনিষা কৈরালারা।
(সমস্ত ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584