নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গুনানন্দবাটি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। দিলসার সেখ (৩০) পেশায় ইট বালি ব্যবসায়ী।
পরিবার সূত্রে জানা গেছে, মুফাই সেখ নামে এক যুবকের সাথে পুরোনো কোন বিবাদের জেরে বচসা হয় । যদিও বচসার কারণ জানা যায়নি। তবে সেই বচসার জেরে মুফাই সেখ ধারালো অস্ত্র দিয়ে দিলসারকে আঘাত করে পেটে। দিলসার নিজের ডিপোতে কাজ করছিল। সেই সময় মুফাই সেখ ডিপোতে ঢুকে অস্ত্র দিয়ে আঘাত করে।
আরও পড়ুনঃ মাথাভাঙায় খুনের মামলায় অভিযুক্ত ২ যুবককে পিস্তল সহ গ্রেফতার করল পুলিশ
গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসার জন্য। হাসপাতালে স্থানান্তরিত করার সময় রাস্তাতেই মৃত্যু হয় দিলসারের ৷
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবারের কেউ বিষয়টি সম্পর্কে অবগত নয় ৷ কেন কি কারণে এই ঘটনাটি ঘটল। ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584