নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গত ২১ শে মার্চ দুপুর বেলায় মেদিনীপুর শহরের সিপাই বাজারের বাসিন্দা মীর হেকারত বাড়ি থেকে বেড়ান।এর পর আর বাড়িতে না আসায় ২৩ শে মার্চ পরিবারের তরফ থেকে কোতোয়ালী থানায় জানানো হয়।এরপর তদন্তে নামে কোতোয়ালী থানার পুলিশ,তদন্তে নেমে পুলিশ আধিকারিকদের সামনে রহস্যময় ঘটনা পরিষ্কার হতে থাকে।
তদন্তে নেমে শালবনি এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ,পুলিশ সূত্রে জানা যায় সঞ্জয় মাহাতো,পিন্টু মাহাতো ও সনৎ মাহাতো জায়গা জমি নিয়ে বিবাদের জেরেই ওই ব্যক্তিকে মেরে মাটিতে পুঁতে ফেলেছে।
আরও পড়ুনঃ সফল তদন্তে মাটি খুঁড়ে দেহ উদ্ধার
ধৃতদের বর্ণনা অনুযায়ী পুলিশ আজ গুড়গুড়িপাল থানা এলাকার ভাদুরিয়া জঙ্গল থেকে মাটিতে পুঁতে ফেলা মীর হেকারতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ধৃতদের আজ মেদিনীপুর দায়েরা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584