নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
জলঙ্গী থানার সাহেবরামপুর গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকদিন থেকেই চলছিল জমি বিবাদ। আজ আবার সেই বাড়ির জমিতে সকালে পাঁচিল দেওয়া নিয়েই শুরু হয় ঝামেলা। বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের ঝামেলাতে মাঝে এসে পড়ে বড় ভাইয়ের বউ রফেজান বেওয়া।

এরপরেই ছোট ভাই আহাচান শেখ হঠাৎ তার বৌদির বুকে আঘাত করে। এই ঘটনার পরেই পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে সাদিখানদেয়ার গ্রামীণ হাসপাতালে আক্রান্তকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে জলঙ্গী থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং লাশ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনায় জলঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছেন মৃত পরিবারের সদস্যরা। সেই মতো জলঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহাচান শেখ ও তার ছেলে নওশাদ শেখকে আটক করে।
পরিবারের দাবি, যাকে খুন করা হয়েছে, তাদের যেন কঠিন শাস্তি হয়। এই ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584