নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রতিবেশী দুই বাচ্চার মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে খুনের অভিযোগ মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকায়।থানায় অভিযোগ দায়ের হওয়ার ১৮ ঘণ্টা পরেও কোন রকম পদক্ষেপ না নেওয়ায় দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।

জানা গিয়েছে, প্রতিবেশী দুই বাচ্চা সোমবার রাতে খেলতে খেলতে মারামারি করে, সেই সমস্যা সমাধান করতে এসে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে অপর্না দাস ও প্রকাশ প্রামানিক নামে বাচ্চার দুই অভিভাবক।অভিযোগ,প্রকাশ প্রামানিক গন্ডগোল চলাকালীন অপর্না দাসকে পিঠে সজোরে লাথি মারে।এরপরেই মাটিতে লুটিয়ে পড়ে অপর্না দাস।মেদিনীপুর মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পরিবারের তরফ থেকে মঙ্গলবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়।ময়না তদন্ত পর্যন্ত দীর্ঘ সময় কেটে গেলেও পুলিশের কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।মঙ্গলবার সন্ধ্যায় দেহ বাড়িতে পৌছলে সেখানেই দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ জমি নিয়ে বিবাদের জেরে খুন,গ্রেফতার তিন ব্যক্তি
পুলিশ এলে তাদেরকেও ঘিরে দেখানো হয় বিক্ষোভ।এখনো পর্যন্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে।পরিস্থিতি সামলাতে এলাকায় রয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584