নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ময়নার তৃণমূল নেতা বাসুদেব মন্ডল সোমবার খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, বাকচা অঞ্চলে আন্ধারিয়া গ্রামে খুন হয়েছিল, অভিযোগের তীর বিজেপির দিকে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ময়নার বিস্তীর্ণ এলাকা।
পুলিশ তৃণমূল নেতার খুনের অভিযুক্ত গোপাল দাস মন্ডল এবং খোকন খুটিয়াল নামে দুজনকে আটক করেছে, নিহত তৃণমূল নেতা বসুদেব মন্ডলের ময়নাতদন্ত জন্য তমলুক জেলা হাসপাতাল পাঠানো হয়, ময়নাতদন্তের পর বসুদেব মন্ডলের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহকারী সভাধিপতি শেখ সুফিয়ান তাম্রলিপ্ত পুরসভার উপ পুরপ্রধান দীপেন্দ্রনাথ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।
এরপর দেবব্রত দাস বলেন, খুনের রাজনীতি করে না, কোন সময় তৃণমূলের উপর কোন প্রভাব ফেলতে পারবে না। আমরা এর উপযুক্ত আইনি পদক্ষেপ নেব, এইতো সবে দুজন অভিযুক্ত আটক হয়েছে বড় বড় রাঘববোয়ালরা ধরা পরবে পুলিশের জালে। এরপরে গাড়িতে করে মৃতদেহটি নিয়ে যায় ময়নার উদ্দেশ্যে।
আরও পড়ুনঃ মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার রাঙামাটিতে
মৃতদেহের সঙ্গে রয়েছে সভাধিপতি দেবব্রত দাস সহ তৃণমূলের নেতৃত্বরা। যদিও এই ঘটনার পরে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584