ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
এবার তার প্রতিবাদী সত্তার জন্য খুনের হুমকি পেতে হল পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়কে। বরাবরই তিনি বিভিন্ন বিষয়ে কলম ধরে প্রতিবাদ জানিয়েছে। সম্প্রীতি চন্দ্রযান দুইয়ের অভিযানকে কেন্দ্র করে ইসরোর প্রধান মন্দিরে গেছিলেন প্রার্থনা করতে। তার এই মন্দির যাত্রা যথেষ্ট প্রচারের আলোকে আসে ।
এ নিয়ে প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনিকেেত চট্টোপাধ্যায় । তার দাবি সংবিধান স্বীকৃত একটি প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও আর পাঁচজন সাধারণ মানুষের মতো জোর করে দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে ধর্মীয় ছাপ লাগানো তার উচিত হয়নি। এরপর থেকে তার ফোনে একাধিক মেসেজ ও কল ঢুকতে থাকে যেখানে তাকে খুনের হুমকি দেওয়া হয়।
এ প্রসঙ্গে অবশ্য একাধিক পরিচালক ও সংস্কৃতির ব্যক্তিত্ব মত পোষণ করেছেন ।অভিনেতা-নাট্যকার কৌশিক সেন যেমন বললেন, ‘অনিকেত চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হলে আমি তীব্র নিন্দা করছি। কিন্তু সেইসঙ্গে ইসরো প্রধানের মন্দিরে যাওয়াটাকে ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকেই দেখা উচিত। আর সাধারণ মানুষ যেভাবে বিষয়টাকে দেখবে, একজন পরিচালকের সেভাবে দেখা উচিত হবে না। কে শিবন বিজ্ঞানী তো বটেই, তার আগে মানুষ। তার মধ্যে জটিলতা থাকবেই। এই মন্দিরে যাওয়াটা সেই আলোআঁধারি জীবনের অংশ হিসেবেই ধরে নিতে হবে। তবে যেভাবে চন্দ্রযানের সাফল্য মানে আর বিজেপির সাফল্য বলে দেখানোর চেষ্টা চলছে, তা ভয়ংকর। অনিকেত চট্টোপাধ্যায়কে খুনের হুমকি যদি সেই বিষয়ের অংশ হয়, তা নিয়ে সমালোচনার কোনও ভাষা নেই’।
আরও পড়ুনঃ এসইউসিআই এর বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি কোলাঘাটে
তবে এই প্রসঙ্গে অনিকেতের মত ,”বাকস্বাধীনতা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের কন্ঠ কখনও রোধ করা যায় না। আমি আমার মতটুকু প্রকাশ করেছি মাত্র। সবার সঙ্গে যে সেই মতের মিল হবে এমন নয়। তাহলে পৃথিবীতে জৈব বৈচিত্র্য থাকত না। আমি বাস্তববাদী। বাস্তবের সঙ্গে বোঝাপড়া করতেই ভালোবাসি। তবে পুলিশে একটা অভিযোগ দায়ের করেছি। মনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের নাগরিক। বাংলাদেশ বা পাকিস্তানের নই’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584