মনিরুল হক, কোচবিহারঃ
জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের বড় বোয়ালমারী এলাকায়।
ওই ঘটনায় আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে। ওই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দুই জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
রাতে ঘটনার খবর পেয়ে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস হাসপাতালে ছুটে আসেন। ওই ঘটনাকে ঘিরে বড় বোয়ালমারি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছ পুলিশ।
আরও পড়ুনঃ নবদ্বীপে স্কুলছাত্র আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম অমল চক্রবর্তী(৩৯)। তার বাড়ি দিনহাটার কৃষিমেলা এলাকায়।
জানা গেছে, অমল চক্রবর্তীর প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পুজা রায় সিংহ নামে আরও এক যুবতির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন।
২০১৫ সালে প্রথম স্ত্রীকে সে ডিভোর্স দিয়ে পুজা রায় সিংহ নামে ওই যুবতিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। ওই সময় পূজার পরিবারের পক্ষ থেকে একটি অপহরনের মামলা দায়ের করা হয় অমল চক্রবর্তীর বিরুদ্ধে। ওই মামলায় দুজনকে পুলিশ আটক করে।
এরপর সাময়িক সময়ের জন্য দুজন একসাথে না থাকতে পারলেও কিছুদিনের মধ্যে ফের তারা পালিয়ে যায়। তারা শিলিগুড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
পরবর্তীতে শিলিগুড়ি থেকে পুজাকে তার বাপের বাড়ির লোকজন দিনহাটার বোয়ালমারীতে নিয়ে আসেন। গতকাল রাতে স্ত্রী পুজাকে নিয়ে আসতে কয়েকজন বন্ধুকে নিয়ে দিনহাটার বোয়ালমারীতে এলাকার আসেন অমল।
কিন্তু পুজার পরিবারের লোকজন অমলের সঙ্গে যেতে দিতে রাজি না হওয়ায় বসচা শুরু হয়। অভিযোগ, বসচা চরম আকারে পৌঁছালে জামাই ও তার বন্ধুবান্ধবকে মারধোর করা হয়।
সেই সময় অন্য বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হলেও অমলকে ব্যাপক ভাবে মারধোর করা হয় বলে অভিযোগ। ওই সময় অমলের শ্বশুরবাড়ির একজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করা হয়।
ওই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অমলকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসিকরা।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584