পুরনো প্রতিশোধ মেটাতে যুবককে পিটিয়ে খুন

0
63

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পুরনো খুনের প্রসঙ্গ টেনে খুন হওয়া ব্যক্তির ক্লাবের সদস্যরা আক্রমণ করল অপর এক এলাকার যুবকদের উপর। শুধু তাই নয়, পিটিয়ে মেরে ফেলা হল এক যুবককে।

murder to the boy | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকাতে। মৃত যুবকের নাম রাজা নিমাই (২২)। গুরুতর জখম হওয়ায় ৫ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

গত অগস্ট মাসে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার এক যুবক রাজা মজুমদার দুষ্কৃতিদের গুলিতে খুন হয়েছিলেন।

murder to the boy | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের পাশে ধর্মা এলাকাতে বিকেল বেলা প্রকাশ্যে রাস্তার উপর তাঁকে গুলি করে খুন করেছিল শহরের বটতলা চক এলাকার এক যুবক। ওই যুবক বর্তমানে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। মৃত রাজা মজুমদার মেদিনীপুর শহরের বজরং ক্লাবের সদস্য ছিলেন।

family of dead body | newsfront.co
মৃতের পরিবার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সোপোরে জঙ্গীদের গ্রেনেড হামলা, আহত ১৫

সেই ঘটনার জের টেনে পুনরায় সোমবার ভোরে সংঘর্ষের ঘটনা ঘটে। বজরং ক্লাবের সদস্যরা কালীপুজোর রাত শেষে ভোরের দিকে বটতলা এলাকার বেশ কিছু যুবককে ধর্মা এলাকার একটি ধাবাতে আড্ডা দেওয়ার সময় দেখতে পাওয়া যায়।

ওই যুবকরা সকলে খুনে অভিযুক্ত পাড়ার বলেই জানা গিয়েছিল। ভোরের বেলা বজরং ক্লাবের ছেলেরা আরও দলবল নিয়ে ওই যুবকদের উপর অতর্কিত হামলা করে লাঠিসোটা-সহ রড নিয়ে।

অতর্কিত আক্রমণে ঘটনাস্থলেই মারা যায় রাজু নিমাই বলে এক যুবক। বাকিদের পাঁচ জনকে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার পুলিশ। তিন জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here